এসএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনে সহায়তা করায় শিক্ষক বহিষ্কার

ঝিনাইদহে সিদ্দিকীয়া কামিল মাদ্রাসায় ৩ শিক্ষক ও ২ পরীক্ষার্থী বহিষ্কার

টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ঝিনাইদহ, এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বন করতে পরীক্ষার্থীদের সহায়তা করায় এক শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কার কৃত শিক্ষকের নাম দেবাশীষ, সে হরিণাকুন্ডু পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন।
ঝিনাইদহ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী জানান, রবিবার ০৫/০২/২০১৭ এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার ইংরেজি-২ পরীক্ষা চলাকালে তিনি হল কক্ষে ঢুকে সন্দেহের ভিত্তিতে ঐ শিক্ষককে তল্লাশি করে তার পকেট থেকে ২০ নম্বরের উত্তর সম্বলিত নকল বের করে এবং তাকে বহিষ্কারের জন্য যথাযথ ব্যবস্থা নিতে কেন্দ্রসচিবকে নির্দেশনা প্রদান করেন।
স্টাফ রিপটার, ঝিনাইদহ