কালীগঞ্জে তরুণ ব্যবসায়ীর আত্মহত্যা

কালীগঞ্জে তরুণ ব্যবসায়ীর আত্মহত্যা

ঝিনাইদহের কালীগঞ্জে আলমগীর হোসেন তুষার (৪০) নামে এক তরুণ ব্যবসায়ী আত্মহত্যা করেছে। সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে তুষার কালীগঞ্জ পৌরসভাধীন আড়পাড়ার শশুরবাড়িতে ফ্যানের সাথে গলায় দড়ি বেধে আত্মহত্যা করেন। নিহত আলমগীর হোসেন তুষার উপজেলার আড়পাড়া গ্রামের শামছুল ইসলাম ও শহরের সিটি স্কাই কম্পিউটারের মালিক। তবে কি কারণে সে আত্মহত্যা করেছে তা কেউ বলতে পারেনি।
এলাকাবাসি জানায়, তুষার দির্ঘদিন ধরে আড়পাড়ায় শশুর বাড়িতে থাকতো। বর্তমানে তার স্ত্রী, সন্তান ও তার শাশুড়ি ঢাকাতে রয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
তারেক মাহমুদ
ঝিনাইদহ