কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর অঞ্চলের মতবিনিময় সভা ঝিনাইদহে অনুষ্ঠিত

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর অঞ্চলের মতবিনিময় সভা ঝিনাইদহে অনুষ্ঠিত

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর অঞ্চলের এক মতবিনিময় সভা ঝিনাইদহে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহা পরিচালক কৃষিবিদ মঞ্জুরুল হান্নান।
যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক চন্ডিদাস কুন্ডুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক নিত্যরঞ্জন বিশ্বাস, ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শাহ মো: আকরামূল হক, নড়াইলের উপ-পরিচালক আমিনুল ইসলাম, মুজিবনগর সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের ডিপিডি রুহুল কবীর, ঝিনাইদহ সদর উপজেলা কৃষি কর্মকর্তা ড.খান মোহাম্মদ মনিরুজ্জামানসহ
খুলনা বিভাগের ১০ জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় কৃষি বিষয়ক বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে আলোনা করা হয়।