কোটচাঁদপুরে কলেজ শিক্ষককে তুলে নেওয়ার অভিযোগ

ঝিনাইদহ কোটচাঁদপুর উপজেলার বলাবাড়ীয়া গ্রাম থেকে শামসুর রহমান নামে এক কলেজ শিক্ষককে পুলিশ পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
শামসুর রহমান জামায়াতের কর্মী। তিনি একই উপজেলার বলাবাড়ীয়া গ্রামের মৃত এলাহি বক্সের ছেলে। যশোরের চৌগাছা উপজেলার হাকিমপুর মহিলা কলেজের ইসলাম শিক্ষা বিষয়ের প্রভাষক তিনি।শামছুর রহমানের ভাতিজা উজ্জ্বল হোসেন বলেন, ‘শনিবার দুপুর দুইটার দিকে বাড়ির পিছনে দাঁড়িয়ে থাকা অবস্থায় চারটি মোটর সাইকেলে কোটচাঁদপুর থানার এসআই জমির ও এসআই সৈয়দের নেতৃত্বে মোট ৬ জন পুলিশ চাচাকে জোর করে তুলে নিয়ে যায়। এদের মধ্যে একজন পুলিশের পোশাক পরা ছিলেন; অন্যরা ছিলেন সাদা পোশাকে। তাদের সবার কাছে অস্ত্র ছিল।’
কোটচাঁদপুর থানার এসআই জমির হোসেন কাউকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘বিষয়টি আমার জানা নেই।’কোটচাঁদপুর সার্কেলের এএসপি রেজাউল ইসলাম বলেন, ‘এরকম তথ্য আমার জানা নেই। তবে খোঁজ-খবর নিয়ে দেখছি।