ঝিনাইদহের গান্না ইউনিয়নে ভিজিডি’র চাল বিতরণ

ঝিনাইদহের গান্না ইউনিয়নে ভিজিডি’র চাল বিতরণ

ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নে সুষ্ঠুভাবে ভিজিডির চাল বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বরে এ চাল বিতরণ করেন চেয়ারম্যান নাসির উদ্দিন মালিতা। সেসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব আমিনুর রহমান, সদস্য ওবাইদুর রহমান, নার্গিস খাতুন, ডলি খাতুন, বিউটি খাতুন, মাজেদুল ইসলাম, আব্দুর রশিদ, স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল মালেক, রেনু মিয়া, ছাত্রলীগ নেতা রাজু আহম্মেদসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন জানান, ইউনিয়নের ২৭ টি গ্রামের ১’শ ৬৪ জন উপকার ভোগীদের মাঝে ৩ মাসের ৯০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। নির্বাচনের পর প্রথম বারের মত নতুন কার্ডে একসাথে ৩ মাসের চাল বিতরণ করা হলো।