ঝিনাইদহে আওয়ামীলীগ নেতা ও ইউপি সাবেক চেয়ারম্যান অপহরণ
1 min readঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মালিয়াট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান খাঁনকে কালো পোষাকে প্রশাসনের লোক তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন তার পারবারবর্গ। গতকাল ভোর বেলা হাটতে বের হলে একটি মাইক্রোবাসে তাকে তুলে নিয়ে যাওয়া হয়।
আজিজুর রহমান খাঁন এর ভাইপো মোঃ খমিনুর রহমান খাঁন জানান, দুপুর ১২ টা পর্যন্ত তাকে বাড়িতে ফিরতে না দেখে খোজাখুজি শুরু করেন। মঙ্গলবার সকাল ৬টার দিকে তার বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে চাকুলিয়া বটতলা নামক স্থানে একটি কালো রং এর মাইক্রোবাস দাড়িয়ে আছে। তিনি এও দেখেছেন আজিজুর রহমানের ওই মাইক্রোবাসে ৪ থেকে ৫ জন কালো পোশাকের লোক বসে আছেন। বাইরে ২ জন হাটাহাটি করছে। এরপর আজিজুর রহমান মাইক্রোবাসের কাছে আসা মাত্র আর তাকে দেখতে পাননি। তিনি মাইক্রোবাসে উঠেছেন এবং নিজের ইচ্ছায় গেছেন ভেবে কাউকে কিছু বলেননি।
পরবর্তীতে থানায় ডায়রী করতে গেলে, থানা সাধারণ ডায়েরী গ্রহন করেনি। থানা জানায়, আপনারাও খোজ করেন আমরাও খুজতে থাকি। না পেলে সে সময় ডায়েরী নেওয়া যাবে। নিখোঁজ আজিজুর রহমান দুই সন্তানের পিতা। তার ছেলে পুলিশে কর্মরত, মেয়ে বিয়ে হয়েছে। বাড়িতে স্ত্রী আর তিনি বসবাস করেন।
এ ব্যাপারে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, তিনিও এ জাতীয় একটি খবর শুনে বাড়িতে একজন কর্মকর্তা পাঠিয়েছিলেন। পুলিশের পক্ষ থেকেও খোজ নেওয়া হচ্ছে বলে তিনি জানান।