ঝিনাইদহে ট্রাক চাপায় বাইসাইকেল আরোহী নিহত

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভাটই বাজার এলাকায় ট্রাকের চাপায় মনির উদ্দীন (৬৭) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার বিকাল ৪ টার দিকে সে ঘটনা স্থলে মারা যায়। সে শৈলকুপা উপজেলার ভগবান নগর গ্রামের খরশেদ আলীর ছেলে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তরিকুল ইসলাম জানান, বুধবার বিকেলে ঝিনাইদহ থেকে কাঠবোঝায় কুষ্টিয়া যাচ্ছিল। পথে ভাটই বাজার এলাকায় বাইসাইকেল আরোহী মনির উদ্দীন চাপা দেয়। এতে ঘটনা স্থলেই মারা যায় সে। এ ঘটনায় ঘাতট ট্রাকটিকে জব্দ করেছে পুলিশ।