হরিনাকুন্ডু উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
1 min read
শৈলকুপায় বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রীর মৃত্যু

ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহাগ লস্কর (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার মাঠ আন্দুলিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত সোহাগ ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকার ফজলুর লস্করের ছেলে বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, সকালে মাঠ আন্দুলিয়া গ্রামে ট্রাকে গরু তুলছিলো সোহাগ। এ সময় ট্রাকের উপর দিয়ে বয়ে যাওয়া বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায় সে। সে ওই ট্রাকের হেলাপার ছিলো বলে জানিয়েছে স্থানীয়রা।
হরিনাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।