ঝিনাইদহে মাদক নির্মূলে জেলা পুলিশের লিফলেট বিতরণ
1 min read
ঝিনাইদহে মাদক নির্মূলে জেলা পুলিশের লিফলেট বিতরণ

আসুন মাদককে না বলি, মাদক মুক্ত সমাজ ও সামাজিক আন্দোলন গড়ে তুলি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে মাদক র্নিমুলে মাঠে নেমেছে ঝিনাইদহ জেলা পুলিশ।এ উপলক্ষে বুধবার দুপুরে জেলা পুলিশের পক্ষ থেকে স্থানীয় পোষ্ট অফিস মোড়ে সচেতনতা মূলক লিপলেট বিতরণ করা হয়েছ।
স্থানীয় শহরের পোষ্ট অফিস মোড়ে জেলা পুলিশ সুপার মিজানুর রহমান এ লিফলেট বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলি শেখ, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ডাঃ কানিজ হোসেন জাহান, সদর পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, প্রেসক্লাব সভাপতি এম রায়হানসহ বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার বলেন, মাদক একটি সামজিক ব্যাধি তাই মাদক পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংস করে। বতর্মানে মাদক দেশের একটি অন্যতম সমস্যা তাই মাদক ও মাদকাশক্তি নিয়ন্ত্রনে বড় ভুমিকা রাখতে পারে পরিবার। তাই আসুন মাদককে না বলি, মাদক প্রতিরোধে সবার সহযোগীতা ও সামাজিক আন্দোলন গড়ে তুলি।
এ সময় পুলিশ সদস্যরা ঘন্টাব্যাপি বিভিন্ন শ্রেণী-পেশা সামুষের সচেতনাতমূলক ১ ৫হাজার লিফলেট ও পোষ্টার বিতরণ করেন।