ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় মটরসাইকেল আরোহী নিহত

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় মটরসাইকেল আরোহী নিহত

ঝিনাইদহে সড়ক দূর্ঘটনায় মির্জা শামছুর রহমান (৪৩) নামে এক মটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (১৯ এপ্রিল) দুপুরে ঝিনাইদহ-যশোর সড়কের খড়িখালী আমতলা নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত মির্জা শামছুর রহমান ঝিনাইদহ শহরের চাকলা পাড়া এলাকার মির্জা সিরাজুল হকের ছেলে। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত প্রবীর কুমার বিশ্বাস জানান, কালীগঞ্জ থেকে একটি ট্রাক ঝিনাইদহের উদ্দেশ্য যাচ্ছিল। পথে খড়িখালী নামক স্থানে পৌছালে পিছন দিক থেকে একটি মোটর সাইকেল ওই ট্রাকটি ওভারটেক করতে গিয়ে ধাক্কা লেগে রাস্তার উপর ছিটকে পড়ে। এতে সে ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরাদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠিয়েছে।