ঝিনাইদহে ৪টি পৌরসভায় মনোনয়ন পত্র জমা, বিদ্রোহীরা লড়ছে স্বতন্ত্র হিসাবে

ঝিনাইদহে ৪টি পৌরসভায় মনোনয়ন পত্র জমা, বিদ্রোহীরা লড়ছে স্বতন্ত্র হিসাবে
মনোনয়ন জমা কে কেন্দ্র করে আওয়ামীলীগ, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলোর নেতা-কর্মীদের মধ্যে দেখা দিয়েছে উৎসবের আমেজ। মেয়র ও কমিশনার পদের প্রার্থীরা সকাল থেকে ভিড় জমায় নির্বাচন অফিস ও রিটানিং অফিসারের কার্যালয়ে।
এদিকে বিএনপিতে বিদ্রোহী প্রার্থী এখনো পর্যন্ত না দেখা গেলেও মেয়র পদে ক্ষমতাশীন আওয়ামীলীগের দলীয় মনোনয়নের বাইরে বিদ্রোহী প্রার্থীদের মনোনয়ন পত্র জমা দিতে দেখা গেছে, যারা স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে লড়বে। শৈলকুপাতে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী কাজী আশরাফুল আলমের বিপরীতে দলের বিদ্রোহী স্বতন্ত্র্য প্রার্থী হিসাবে লড়ছে তৈয়বুর রহমান। তিনি পৌর আওয়ামীরীগের যুগ্ম সাধারণ সম্পাদক। এ নিয়ে চাপা উত্তেজনাও রয়েছে মাঠ পর্যায়ের কর্মী- সমর্থকদের মধ্যে।
এদিকে জেলার মহেশপুরে জামায়াতের রোকন শহিদুল ইসলাম বিশ্বাস, ও কোটচাঁদপুরে জামায়াতের পৌর আমির শরিফুল ইসলাম স্বতন্ত্র্য প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়ে দিয়েছে।
নির্বাচন সুষ্ঠ ও অবাধ হবে বলে আশা প্রকাশ করছেন প্রার্থীরা।