ঝিনাইদহ শৈলকুপায় এক’শ ৭০টি গাঁজার গাছসহ ১ জন আটক

ঝিনাইদহ শৈলকুপায় এক’শ ৭০টি গাঁজার গাছসহ ১ জন আটক

ঝিনাইদহের শৈলকুপায় ১’শ ৭০ টি গাঁজার গাছসহ মকবুল হোসেন নামের এক গাজা চাষীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। আজ সকালে শৈলকুপার রতœাট গ্রাম থেকে তাকে আটক করা হয়।
জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক রাসেল আলি জানান, তারা গোপন সুত্রে খবর পান রতœাট গ্রামের মকবুল হোসেন তার বাড়ির পাশে বে আইনী ভাবে গাঁজার চাষ করে আসছে। এমন সংবাদের ভিত্তিতে শৈলকুপা থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে এক’শ ৭০টি গাঁজার গাছ উদ্ধার করা হয় এবং গাঁজা চাষি মকবুল হোসেনকে গ্রেপ্তার করে তারা। সে দীর্ঘদিন ধরে বে-আইনী ভাবে গাঁজা চাষ করে আসছিল বলে জানান তিনি।