ঝিনাইদহ শৈলকুপায় প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্য বিয়ে

ঝিনাইদহ শৈলকুপায় প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্য বিয়ে

ঝিনাইদহের শৈলকুপায় রিতু খাতুন (১৫) নামে নবম শ্রেনীর এক ছাত্রীর বাল্য বিয়ে বন্ধ করে দিয়েছে প্রশাসন। সে উপজেলার হাকিমপুর ইউনিয়নের হরিহরা গ্রামের শুকুর আলীর কন্যা ও শৈলকুপা পাইলট গার্লস হাই স্কুলের নবম শ্রেনীর ছাত্রী ।
জানা যায, সোমবার রিতুর বাল্য বিবাহের আয়োজন করে তার পরিবার। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজীস্ট্রেট এস এম মুনীম লিংকন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাথে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাল্য বিবাহ বন্ধ করে দেয়। এছাড়া বাল্য বিবাহ নিরোধ আইন,১৯২৯ এর ৬ ধারা মোতাবেক কনের পিতাকে জরিমানা করা হয়।
শৈলকুপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজীস্ট্রেট এস এম মুনীম লিংকন জানান ,যেখানেই বাল্য বিবাহের ঘটনা ঘটবে সেখানেই প্রতিরোধ করে ব্যবস্থা নেওয়া হবে।