প্রতিযোগ-২০১৭-এর ঝিনাইদহ অঞ্চলের সেরা হয় ঝিনাইদহ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের মনস্বিতা ঘোষ

প্রতিযোগ-২০১৭-এর ঝিনাইদহ অঞ্চলের সেরা হয় ঝিনাইদহ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের মনস্বিতা ঘোষ

উৎসবের শেষ পর্বে বক্তৃতায় এইচএসবিসির কর্মকর্তা আবদুল্লাহ আল জুবায়ের সবাইকে ধন্যবাদ দেন। তিনি বলেন, ‘বৃষ্টির মধ্যেও অনুষ্ঠানে এই উপস্থিতি প্রমাণ করে, ভাষার প্রতি আমাদের ভালোবাসা কত।’ এই পর্বে অধ্যক্ষ হাবিবুর রহমানের হাতে ভেন্যু স্মারক তুলে দেন ভাষা প্রতিযোগ-২০১৭-এর সমন্বয়ক প্রথম আলোর সহকারী সম্পাদক অরুণ বসু।
প্রাথমিক, নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক—এই চারটি বিভাগে ভাষা প্রতিযোগের ৬০ জন শিক্ষার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়। তাঁদের হাতে সনদ, পদক ও বই তুলে দেন অতিথিরা। বিজয়ী শিক্ষার্থীরা ঢাকার অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। বিজয়ীদের মধ্যে সেরাদের সেরা হয় ঝিনাইদহ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের মনস্বিতা ঘোষ। বানান বীর হয় যশোর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের তনুশী সাধক।