বঙ্গবন্ধুর জীবনীর উপর আলোচনা ও জঙ্গি বিরোধী সূধী সমাবেশ
1 min read
বঙ্গবন্ধুর জীবনীর উপর আলোচনা ও জঙ্গি বিরোধী সূধী সমাবেশ
ঝিনাইদহে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর উপর আলোচনা সভা ও জঙ্গি বিরোধী সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়ন পরিষদ চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
স্থানীয় আওয়ামী লীগের আয়োজনে পাড়াহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম হীরণ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ্ব সাইদুল করিম মিন্টু। অন্যানোদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি রোকনুজ্জামান রানু, হরিশংকরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খন্দকার ফারুকুজ্জামান ফরিদ প্রমুখ।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর বিশদ আলোচনা করা হয় সেই সাথে দেশে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ রুখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।