মহেশপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামীসহ আটক ৭

মহেশপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামীসহ আটক ৭

ঝিনাইদহের মহেশপুর থানা পুলিশ গতকাল সোমবার ভোর রাত থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামীসহ ৭ জনকে আটক করেছে।
মহেশপুর থানার ডিউটি অফিসার এএসআই আব্দুস সাত্তার জানান, সোমবার ভোর রাত থেকে দুপুর পর্যন্ত থানার এস আই খবির হোসেন,এস আই আবুল বাসার,এস আই সামছুল আলম,অভিযান চালিয়ে বলিভদ্রপুর গ্রাম থেকে ৩ বছর ৩ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী সারজুল ইসলাম (৪৮),শ্যামনগর গ্রামের সন্ত্রাসী আলী আকবার (৫২),সোনাইডাঙ্গা গ্রামের হোসেন আলী
(৩৮),বজরাপুর গ্রামের জসিম উদ্দিন(৩৫),গয়েশপুর গ্রামের সাদিকুল ইসলাম (৪২), বকুনদিয়া গ্রামের আরিফুল ইসলাম(২৪) ও মিয়া সুন্দরপুর গ্রামের সেলিম ওরফে মকছেদ আলীকে (৩৫) আটক করেছে। আটক কৃতদেরকে গতকাল সোমবার বিকালে ঝিনাইদহ আদালতে প্রেরন করা হয়েছে।
মহেশপুর থানা অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বিল্পব জানান, আটককৃতদের বিরুদ্ধে মহেশপুর থানায় একাধিক মামলাসহ গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে।