Sun. Sep 15th, 2024

ঝিনাইদহ নিউজ

সবার আগে সর্বশেষ

মহেশপুর সীমান্তে বিএসএফ’র গুলিতে ২স্কুল ছাত্র নিহত

1 min read

images

ঝিনাইদহের মহেশপুর উপজেলার খোসালপুর ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে সোহেল রানা (১৭) ও হরুন অর রশিদ (১৫) নামে দুই কিশোর নিহত হয়েছে  বলে খবর পাওয়া গেছে। নিহত সোহেল রানা খোসালপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে ও বাকোশপোতা মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্র ও হারুন অর রশিদ শ্যামকুড় গ্রামের কাউসার আলীর ছেলে ও শ্যামকুড় মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্র। মঙ্গলবার বেলা ১১টার দিকে এ ভারতীয় সীমান্তের নদীয় জেলার হাসখালী থানার কুমারীপাড়া ক্যাম্প এলাকায় ঘটনা ঘটে। নিহত দুজনের গুলিবিদ্ধ মৃতদেহ ভারতীয় সীমন্তরক্ষী বাহিনী ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। তবে বিষয়টি নিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কিংবা স্থানীয় পুলিশ প্রশাসন নিশ্চিত কিছু বলতে পারেনি।
বিজিবির খোসালপুর ক্যাম্প কমান্ডার আবু তাহের জানান, মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে বাংলাদেশের বিপরীতে ভারতের কুমারীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আবু তাহের বলেন, আমি সিভিল সোর্স মারফত দুই বাংলাদেশী কিশোর নিহত হওয়ার বিষয়ে নিশ্চিত হয়েছি। গরু পাচারকারীদের খপ্পরে পড়ে নিহত দুই কিশোর ভারতে অভ্যন্তরে ঢুকেছে। দুই কিশোরকে টাকার লোভ দেখিয়ে প্রলুদ্ধ করতে পারে বলে তার ধারণা। লাশ দুইটি একটি কলা বাগানের মধ্যে পড়ে আছে বলে সোর্স আমাকে বলেছে। বিষয়টি নিয়ে খোসালপুর বিজিবি বিওপি ক্যাম্প কমান্ডার আবু তাহের জানান, দুপুর দুইটার দিকে আমরা প্রতিবাদ পত্রসহ চিঠি দিতে গিয়েছি, কিন্তু বিএসএফ আমাদের চিঠি রিসিভ করেনি।
মহেশপুর উপজেলার নেপা  ইউনিয়নের ৩ নং ওয়ার্ড  (খোসালপুর) গ্রামের মেম্বর প্রহলাদ হালদার সোহেল রানা নিহতের ঘটনা নিশ্চিত করেছেন।
ঝিনাইদহ খালিশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল জিল্লুর রহমান জানান, মহেশপুরের খোসালপুর সীমান্তের বিপরীতে দুই জন নিহত হওয়ার খবর শুনে আমি সীমান্তের দিকে রওনা হয়েছি। তবে নিশ্চিত হয়ে আপনাদের বলতে পারবো।
মহেশপুর থানার ওসি আহম্মদ কবির জানান, আমিও এ ধরণের উড়ো খবর পেয়েছি। তবে বিজিবির পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি।
মহেশপুরের নেপা ইউনিয়নের চেয়ারম্যান শামছুল হক মৃধা জানান, খোসালপুর সীমান্তে দুই জন নিহত হওয়ার খবর পেয়েছি। তবে তাদের নাম পরিচয় কিছুই পায়নি।
শ্যামকুড় ইউনিয়নের  চেয়ারম্যান আমানুল্লাহ হক জানান, তিনিও লোক মুখে এ খবর পেয়েছেন। তবে বিজিবির পক্ষ থেকে এখনো নিশ্চিত করা হয়নি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *