মাধ্যমিক স্তরে পাঠ্য পুস্তকে আইন বিষয় অন্তর্ভুক্তির দাবিতে সংবাদ সম্মেলন

মাধ্যমিক স্তরে পাঠ্য পুস্তকে আইন বিষয় অন্তর্ভুক্তির দাবিতে সংবাদ সম্মেলন

ঝিনাইদহে মাধ্যমিক স্তরে পাঠ্য পুস্তকে আইন বিষয় অন্তর্ভুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে করা হয়েছে। আজ দুপুর ১২ টার দিকে ঝিনাইদহ প্রেসক্লাবে সেচ্ছাসেবী সংগঠন মাদার তেরেসা ব্লাড ব্যাংকের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় সংগঠনের আহবায়ক এস এম রবি সহ বিভিন্ন স্তরের শিক্ষার্থী সহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে সংগঠনের আহবায়ক এস এম রবি বলেন, মাধ্যমিক পর্যায়ে পাঠ্যপুস্তকে আইন বিষয় অন্তর্ভুক্তি করা হলে শিক্ষার্থীরা আইন সম্পর্কে ভালভাবে জানবে। এতে করে তারা ছাত্রজীবন থেকেই আইনের প্রতি শ্রদ্ধাশলী হবে। শিক্ষার্থীরা অপরাধমুলক কর্মকান্ড থেকে বিরত থাকবে। তাই সরকারের কাছে দাবি যেন মাধ্যমিক পর্যায়ে পাঠ্য পুস্তকে আইন বিষয় অন্তর্ভুক্তি করা হয়।