Sat. Apr 20th, 2024

ঝিনাইদহ নিউজ

সবার আগে সর্বশেষ

মেঘ না চাইতে এক পশলা বৃষ্টি দিলেন এম এ লতিফ জাহেদী প্রজ্বল ও মাজহার আনোয়ার সবুজ

1 min read

আপনারা সকলে ইতিমধ্যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম পত্রপত্রিকা মাধ্যমে অবগত হয়েছেন মোরশেদ বিন মাসুদ সুইট এর দুইটি কিডনি নষ্ট, সুইট বাঁচতে চাই। সেই সুইটকে বাঁচাতে,সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন এমএ লতিফ জাহেদী প্রজ্জ্বল ও মাজহারুল আনোয়ার সবুজ। এ যেন না চাইতে এক পশলা বৃষ্টির মতন ‌। মোরশেদ বিন মাসুদ সুইটের চিকিৎসার জন্য আমরা যখন চারিদিকে ছোটাছুটি করছি একেবারে বিপর্যস্ত অবস্থা ঠিক সেই মুহুর্তে আজ ২১শে জুন,সন্ধ্যায় হঠাৎ ফোন করে মাজহারুল আনোয়ার সবুজের নিজ কার্যালয়ে ডেকে সুইটের চিকিৎসার জন্য এই চেক হস্তান্তর করা হয়। পাশাপাশি এমএ লতিফ জাহিদের প্রজ্জল জানিয়ে দিলেন সুইটকে যে দেশে চিকিৎসা করানো হোক না কেন, সমস্ত চিকিৎসা ব্যয়ের শতকরা দশভাগ টাকা ডিসকাউন্টের ব্যবস্থা করিয়ে দিবেন তিনি ইনশাআল্লাহ। কৃতজ্ঞতা জানানোর ভাষা আমাদের জানা নেই। ঝিনাইদহের আকাশে আপন আলোয় উজ্জল মানুষটির নাম হল প্রজ্বল। তিনি তার নামের স্বাক্ষর রেখে চলেছেন ‌। এম এ লতিফ জাহেদী প্রজ্বল একজন মানবিক হৃদয়ের অধিকারী। যিনি নেপথ্যে থেকে ঝিনাইদহের জন্য নিরবিচ্ছিন্ন ভাবে কাজ করে যাচ্ছেন, যা অল্পতে বলে শেষ করা যাবেনা। প্রতিটি কাজ উনি নিজের তাগিদে কারো অনুরোধ ছাড়াই করে যাচ্ছেন। নিজের শারীরিক অসুস্থতা সত্ত্বেও মানুষের জন্য ছুটে চলেন অবিরাম। সুখ দুঃখের সঙ্গী হিসেবে পাশে আছেন সব সময় মাজহারুল আনোয়ার সবুজ।একান্ত আলাপচারিতায় এমএ লতিফ জাহেদী প্রজ্বল বলেন আমি সবসময় চেষ্টা করি ঝিনাইদহের মানুষের পাশে থাকার, কোন মাধ্যম দিয়ে জানতে পারলেই আমি আমার সাধ্যমত পাশে থাকি সব সময়। আপনারা আমার নিজের শারীরিক অসুস্থতার জন্য এবং আমার পিতা জাহিদ হোসেন মুসা মিয়া ও বড় ভাই নাসের শাহরিয়ার জাহেদী মহূলসহ পরিবারের সবার জন্য দোয়া রাখবেন। এবং ঝিনাইদহে সকল মানবিক কর্মকান্ডে তার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।

আলিফ আবেদীন গুঞ্জন,ঝিনাইদহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *