সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সাদা পতাকার মানববন্ধন ও শান্তি পদযাত্রা
1 min read
সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সাদা পতাকার মানববন্ধন ও শান্তি পদযাত্রা
সন্ত্রাস ও জঙ্গি নয় শান্তি চাই’এ স্লোগানে বুদবার সকাল সাড়ে দশটার সমায় ঝিনাইদহের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে সাদা পতাকা হাতে নিয়ে একটি পদযাত্রা বের করে অধিকার মঞ্চ ও জেলা মানবাধিকার ফোরাম। যা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পায়রা চত্বরে গিয়ে মানবন্ধনে মিলিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খাতুন, জেলা মানবাধিকার ফোরামের সভাপতি আমিনুর রহমান টুকু, অধিকার মঞ্চের সভাপতি এন এম শাহজালাল, সাধারণ সম্পাদক শরিফা খাতুন, এইড’র পরিচালক আমিনুল ইসলাম বকুল, আঞ্জুমান মফিদুল ইসলামের জেলা সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস প্রমুখ।
এচাড়া সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে দেশব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।