Wed. Oct 30th, 2024

ঝিনাইদহ নিউজ

সবার আগে সর্বশেষ

৩’শ টাকায় ড্রাইভিং লাইসেন্স!কয়েক লক্ষ জাল লাইসেন্স ড্রাইভারদের হাতে

1 min read

ঝিনাইদহ নিউজ:

রাজধানীর ধানমন্ডির একটি বাসায় জাল ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স ও গাড়ীর ডিজিটাল রেজিষ্ট্রেশন কার্ড তৈরির আস্তানায় অভিযান চালিয়ে জাল ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স ও যানবাহনের ডিজিটাল রেজিষ্ট্রেশন সনদ উদ্ধার করেছে ঢাকা মহানগর উত্তর গোয়েন্দা পুলিশ।

রবিবার, সকালে ধানমন্ডির ১৯ নম্বর রোডের একটি বাসায় এই অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে বিপুল পরিমান জাল ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স ও যানবাহনের ডিজিটাল রেজিষ্ট্রেশন সনদসহ অত্যাধুনিক প্রিন্টার ও মেশিনারিজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিল উদ্ধার করা হয়।

ডিএমপি’র ডিসি (ডিবি,নর্থ) মশিউর রহমান জানান, মোস্তফা কামাল জয় নামের এক ব্যাক্তি ১৫ বছর ধরে তার স্ত্রী ও স্ত্রীর বোনের সহায়তায় এই কাজ করে আসছিলেন। ড্রাইভিং লাইসেন্স ও ডিজিটাল রেজিষ্ট্রেশন সনদের জন্য ৩০০ থেকে ৮০০ টাকা করে নিতেন তিনি। ১৫ বছরে বিভিন্ন সময়ে লক্ষাধিক ড্রাইভিং লাইসেন্স ও ডিজিটাল সনদ সরবরাহ করেছে এই ব্যক্তি বলেও জানায় পুলিশ।

এদিকে, কিছু দালাল এই কাজের সঙ্গে যুক্ত আছেন উল্লেখ করে মশিউর রহমান জানান, বিআরটিএ’র কেউ এ কাজে জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *