Sat. Dec 14th, 2024

ঝিনাইদহ নিউজ

সবার আগে সর্বশেষ

৩০০ বছরের ঐতিহ্যবাহী ঝাপান খেলা

1 min read
৩০০ বছরের ঐতিহ্যবাহী ঝাপান খেলা

৩০০ বছরের ঐতিহ্যবাহী ঝাপান খেলা

৩০০ বছরের ঐতিহ্যবাহী ঝাপান খেলা
৩০০ বছরের ঐতিহ্যবাহী ঝাপান খেলা

বিষধর সাপকে বসে আনা মানুষের কাছে চিরকালই আকর্ষণীয়। তারওপর যদি একের পর এক প্রদর্শন করা হয় বিষধর সাপের নানা কৌশল তাহলে তো কথাই নেই। প্রায় ৩০০ বছরের ঐতিহ্যবাহী এমনই এক ঝাপান খেলা (সাপ খেলা) অনুষ্ঠিত হয়ে গেল ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নের সাহেবনগর গ্রামে।

সোমবার সাগান্না ইউনিয়নের সাহেবনগর গ্রামে এ খেলার আয়োজন করা হয়। প্রায় ৩০০ বছর ধরে এই গ্রামের বাগদি সম্প্রদায়ের মানুষ মনসা মঙ্গলের পূজা উপলক্ষে ঝাপান খেলার আয়োজন করে আসছে। প্রতি বছরের মতো এবারো দুই দিনব্যাপী এ খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে মোট পাঁচটি দল অংশগ্রহণ করেছে।

বাদ্যের তালে আর বাশির সুরে একে একে ঝুড়ি ও হাড়ি থেকে বের হয়ে আসে গোখরাসহ বিভিন্ন বিষধর সাপ। মনসা মঙ্গলের পালা গানসহ বিভিন্ন গানের সঙ্গে বাদ্যের তালে সাপুড়েকে নিজে নাচতে হয় আর সঙ্গে ফনা তুলে সাপও বিভিন্ন অঙ্গভঙ্গি প্রদর্শন করে। সাপুড়ের ইশারায় সাপের এই অঙ্গ-ভঙ্গি প্রদর্শন মানুষকে দেয় অনাবিল আনন্দ।

৩০০ বছরের ঐতিহ্যবাহী ঝাপান খেলা
৩০০ বছরের ঐতিহ্যবাহী ঝাপান খেলা

ঝিনাইদহ, মাগুরাসহ বিভিন্ন এলাকার বৃদ্ধ, বৃদ্ধা, নারী-পুরুষ শিশু সবাই উপস্থিত থেকে নিবিড় দৃষ্টিতে উপভোগ করেন এই খেলা। আর খেলাকে ঘিরে এখানে সৃষ্টি হয় উৎসবের আমেজ। বসে ছোট আকারের মেলাও।

কালের বিবর্তনে হারিয়ে যেতে বসা গ্রামবাংলার ঐতিহ্যবাহী এই খেলা প্রতি বছরই আয়োজন করার দাবি দর্শকদের। তবে সাপুড়েরা বলছেন, খেলা দেখিয়ে যে পয়সা পাওয়া যায় তা দিয়ে জীবন চলে না।

এদিকে মেলার আয়োজক জানান, আগামী বছরগুলোতেও আয়োজন করা হবে এই ঝাপান খেলার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *