Sat. Apr 20th, 2024

ঝিনাইদহ নিউজ

সবার আগে সর্বশেষ

চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

1 min read

ঝিনাইদহ নিউজ: চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে রোববার রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

নিহত দুলাল শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ গ্রামের সফিকুল ইসলামের ছেলে।

বিনোদপুর ইউপি চেয়ারম্যান এনামুল হক জানান, ওই সীমান্ত দিয়ে সাধারণত গরু ব্যবসা হয় না। মাদকসহ অন্যান্য জিনিস পাচারের অন্যতম প্রধান রুট এটি। নিহত দুলাল চোরাচালানি সিন্ডিকেটের একজন সদস্য। রাত আড়াইটার দিকে দুলালসহ কয়েকজন চোরাকারবারি কিরণগঞ্জ সীমান্তের আন্তর্জাতিক মেইন সীমান্ত পিলার ১৭৮ এলাকা দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করে। এ সময় ভারতীয় বিএসএফের গুলিতে সে মারা যায়। অপর সহযোগীরা দেশে পালিয়ে আসেন।

পরে বিএসএফ সদস্যরা নিহত দুলালের মরদেহ বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে তাদের শুকদেবপুর ক্যাম্পে নিয়ে যান। তার মরদেহ এখনো ভারতের বিএসএফ ক্যাম্পে রয়েছে। এ ঘটনায় বিজিবির সঙ্গে বিএসএফের পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।

চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. মাহমুদুল হাসান বলেন, আমি এখন স্পটে আছি, দুপুরের পর বিস্তারিত জানাতে পারবো। তবে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের কথা আছে। তারা এখন পর্যন্ত সময় নির্ধারণ করেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *