Thu. Apr 18th, 2024

ঝিনাইদহ নিউজ

সবার আগে সর্বশেষ

ঝিনাইদহে গুচ্ছগ্রামের বাসিন্দাদের মাঝে ঘর হস্তান্তর

1 min read

ঝিনাইদহ নিউজ:
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ‘জমি ও ঘর নাই প্রকল্পের’ আওতায় গুচ্ছগ্রামের বাসিন্দাদের মাঝে ঘর হস্তান্তর করা হয়েছে। শুক্রবার দুপুরে হরিণাকুন্ডু উপজেলার কুলবাড়িয়া গ্রামের উন্মেষ গুচ্ছগ্রামের ৫ টি পরিবারের বাসিন্দাদের মাঝে ঘর হস্তান্তর করা হয়।

হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু, হরিণাকুন্ডু উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন, ফলসি ইউনিয়নের চেয়ারম্যান ফজলুর রহমান, জোড়াদহ ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল হুদা পলাশ, চাঁদপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা, দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী, জাইকা প্রতিনিধি কামরুন্নাহারসহ অন্যান্যরা।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এ প্রকল্পের আওতায় প্রতিটি ঘর নির্মাণে ব্যায় হয়েছে দেড় লাখ টাকা। এতে রয়েছে স্বাস্থ্য সম্মত ল্যাট্টিন ও সুপেয় পানির ব্যবস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *