ঝিনাইদহে জাতীয় পাট দিবস উদযাপন
ঝিনাইদহে জাতীয় পাট দিবস উদযাপন

সোনালী আঁশের সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ’ এই শ্লোগান নিয়ে ঝিনাইদহে জাতীয় পাট দিবস উদযাপন হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন ও পাট অধিদফতরের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে পাটর্যালি ও আলোচনা সভা। সোমবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্তর থেকে একটি বর্ণাঢ্য পাট র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপ-পরিচালক স্থানীয় সরকার আবু ইউসুফ মো. রেজাউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আব্দুর রউফ মন্ডল, পাট অধিদফতরের মুখ্য পরিদর্শক খান মাছউদুর রহমান, ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক রফিকুল ইসলাম, স্টেশন অফিসার দীলিপ কুমার সরকার, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান সহ সরকারি কর্মকর্তা-কর্মচারি এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এছাড়াও জেলার মহেশপুর,কালীগঞ্জ,কোটচাদপুর,হরিণাকুন্ডু ও শৈলকুপাতেও দিবসটি উপলক্ষে পাটর্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।