Fri. Apr 19th, 2024

ঝিনাইদহ নিউজ

সবার আগে সর্বশেষ

ঝিনাইদহে নির্মিত হচ্ছে ২৫০ শয্যার হাসপাতাল

1 min read

ঝিনাইদহ নিউজ ডেস্ক:
ঝিনাইদহে হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীত করতে নির্মাণ কাজ প্রায় শেষের পথে। হাসপাতালটির ৮৫ শতাংশ কাজ শেষ হয়েছে। যেখানে থাকবে ১৫টি কেবিন ব্লক, পাঁচটি অপারেশন থিয়েটার।

এছাড়া থাকবে আইসিইউ বিভাগ, সিসিইউ বিভাগ, সিটিস্ক্যান ব্যবস্থা, এমআরআই, বহির্বিভাগ চিকিৎসা ব্যবস্থা, নিজস্ব বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থা, চলাচলের জন্য তিনটি সিঁড়ি ও দুইটি বেড লিফ্ট। এ হাসপাতালটি চালু হলে বর্তমান সমস্যা দূর হবে আর রোগীরাও পাবেন সুচিকিৎসা।

হাসপাতালের সিনিয়র কনসালনেন্ট (মেডিসিন) ডা: মোকাররম হোসেন বলেন, ‘হাসপাতাল চালু হওয়ার পাশাপাশি পর্যাপ্ত জনবল ও উপকরণ দিলে হাসপাতালের সেবার মান আরও উন্নত করা যাবে।’

ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: আইয়ুব আলী বলেন, ‘২০১৭ সালের নভেম্বর মাসে হাসপাতালটির নির্মাণ কাজ শুরু হয়। ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৮ কোটি টাকা। যার নির্মাণ কাজ প্রায় শেষের দিকে। এ বছরের জুন মাসে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে বিল্ডিং হস্তান্তর করার কথা রয়েছে। তবে দুই মাস বেশি সময় লাগবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *