Sat. Apr 20th, 2024

ঝিনাইদহ নিউজ

সবার আগে সর্বশেষ

বাংলাদেশের সকল জেলা রেল নেটওয়ার্কের মধ্যে আনা হবে: রেলমন্ত্রী

1 min read

বাংলাদেশের সকল জেলা রেল নেটওয়ার্কের মধ্যে আনা হবে: রেলমন্ত্রী

বাংলাদেশের সকল জেলা রেল নেটওয়ার্কের মধ্যে আনা হবে: রেলমন্ত্রী
বাংলাদেশের সকল জেলা রেল নেটওয়ার্কের মধ্যে আনা হবে: রেলমন্ত্রী

বাংলাদেশের সকল জেলা রেল নেটওয়ার্কের মধ্যে আনা হবে বলে জানিয়েছে রেলমন্ত্রী মুজিবুল হক। মঙ্গলবার সকালে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাবদারপুরে নবনির্মিত প্লাট ফরম এবং হাই লেভেল প্লাটফর্মের উদ্বোধন কালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, খুলনা থেকে দর্শনা পর্যন্ত রেল লাইন ডবল লাইনে উন্নিত করা হবে। এতে রেল ভ্রমনে সময় কম লাগবে ও আরামদায়কও হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশে বিএনপি জামায়াতের আমলে রেলের কোন উন্নয়ন হয়নি। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই দেশে উন্নয়ন হয়। রেলওয়েতে আগে ৫ হাজার কোটি টাকার বাজেট ছিল। কিন্তু বর্তমানে সাড়ে ১১ হাজার কোটি টাকা রেলের উন্নয়নে বরাদ্ধ করা হয়েছে। রেলের এই উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত নতুন রেল লাইন নির্মাণ করা হবে।
রেলওয়ের সচিব ফিরোজ সালাহ উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহেশপুর-কোটচাঁদপুর আসনের সংসদ সদস্য নবী নেওয়াজ, কালীগঞ্জ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার, রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন, ঝিনাইদহের জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার।
অনুষ্ঠানের সভাপতি রেলসচিব বলেন, যমুনা সেতু হয়ে আরও একটি রেল সেতু নির্মাণ করা হবে। ইতিমধ্যে কনসালটেন্ট নিয়োগ দেওয়া হয়েছে বলে তিনি জানান।
অনুষ্ঠানের শেষে নবনির্মিত প্লাট ফরম এবং হাই লেভেল প্লাটফর্মের উদ্বোধন করে প্রধান অতিথি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *