Sat. Apr 20th, 2024

ঝিনাইদহ নিউজ

সবার আগে সর্বশেষ

মহেশপুরে দুর্গা প্রতিমা তৈরির কাজ চলছে জোর গতিতে

1 min read
মহেশপুরে দুর্গা প্রতিমা তৈরির কাজ চলছে জোর গতিতে

মহেশপুরে দুর্গা প্রতিমা তৈরির কাজ চলছে জোর গতিতে

মহেশপুরে দুর্গা প্রতিমা তৈরির কাজ চলছে জোর গতিতে
মহেশপুরে দুর্গা প্রতিমা তৈরির কাজ চলছে জোর গতিতে

আর মাত্র কয়েক দিন বাকী তার পর শুরু হবে হিন্দু সম্প্রদায়ের সারদীয় দুর্গা পূজার উৎসব।সারা দেশের ন্যায় এরই মধ্যে ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ৩৯টি মন্দিরে দুর্গা প্রতিমা তৈরির কাজ চলছে জোর গতিতে।আর প্রতিমা তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা । নিখুত হাতের কারুকার্য দিয়ে সকাল থেকে সন্ধা পর্যন্ত তৈরি করছেন প্রতিমা ।পূযার দিন যতই ঘনিয়ে আসছে ততই যেন ব্যস্ত সময় পার করতে হচ্ছে প্রতিমা তৈরির শিল্পীদেরকে।

প্রতিমা তৈরির শিল্পীরা বলছেন ২০ দিন ধরে তারা প্রতিমা তৈরির কাজ করছেন আর কয়েক দিনের মধ্যেই তৈরির কাজ শেষ হবে। তার পর থেকে শুরু হবে রং তুলির কাজ। আন্যদিকে প্রতিমা তৈরির পাশা পাশি প্রতিটি মন্ডপে চলছে গেট আর প্যান্ডেলের কাজ।

উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রবীর কুমার দাস জানান, এক সাপ্তাহের মধ্যে ৩৯টি মন্ডপে দুর্গা প্রতিমা তৈরির কাজ শেষ হবে । এর পরেই শুরু হবে শিল্পীদের রং তুলির কাজ।

উপজেলার ৩৯টি মন্ডপের মধ্যে রয়েছে মহেশপুর পৌর সার্বজনীন দুর্গা মন্ডপ, মহেশপুর রাধাবল্ল পাটবাড়ি সার্বজনীন দুর্গা মন্ডপ, মহেশপুর বারইপাড়া সার্বজনীন দুর্গা মন্ডপ,সহ উপজেলার বিভিন্ন স্থানের সার্বজনীন দুর্গা মন্ডপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *