Sun. Apr 14th, 2024

ঝিনাইদহ নিউজ

সবার আগে সর্বশেষ

ইংলিশদের টিকে থাকার লড়াই

1 min read
ইংলিশদের টিকে থাকার লড়াই

ইংলিশদের টিকে থাকার লড়াই

ইংলিশদের টিকে থাকার লড়াই
ইংলিশদের টিকে থাকার লড়াই

বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে পুল এ’তে নিজেদের তৃতীয় ম্যচে স্কটল্যান্ডের মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড। কাগজে কলমে এবং ক্রিকেটীয় ঐতিহ্য বিবেচনায় ইংলিশদের সঙ্গে স্কটিশদের  রয়েছে আকাশ-পাতাল তফাৎ।  কিন্তু ক্রাইস্টচার্চের ম্যাচের আগে বলে দেওয়া যাচ্ছে না ইংলিশরা ফেভারিট। গ্রুপের প্রথম দুটো ম্যাচেই উড়ে গেছে ইংলিশরা। বিশেষ করে নিউজিল্যান্ডের শেষ ম্যাচে পাত্তাই পায়নি ইয়োন মর্গানের দল। পয়েন্ট তালিকায় ইংলিশদের অবস্থান একবারেই তলানিতে।  আগের ম্যাচের ধারাবাহিকতায় স্কটিশদের সামনে যদি ইংলিশরা মুখ থুবড়ে পড়ে তাহলে বিশ্বকাপে টিকে থাকাটাও কঠিন হয়ে যাবে তাদের জন্যে।
অন্যদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ হারলেও সে ম্যাচে দারুণ লড়াই করেছে স্কটিশরা। সে লড়াই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে স্কটল্যান্ডকে আত্মবিশ্বাস যোগাচ্ছে। বিশেষ করে ইংল্যান্ডের নড়বড়ে অবস্থাটাকে কাজে লাগিয়ে সুবিধা নিতে চেইবে প্রেস্টন মমসেনের দল।  এই পর্যন্ত  তিনটি বিশ্বকাপে অংশ নিয়ে কোন ম্যাচে জয়ের দেখা পায়নি স্কটল্যান্ড।  ইংল্যান্ডের বিপক্ষে সেই জয়টা তুলে নিতে চাইবে স্কটিশরা।

স্কটল্যান্ডের ক্যালাম ম্যাকলউড গত ম্যাচে রান না পাওয়ায় এই ম্যাচে রানে  ফিরতে চাইবেন। অন্যদিকে স্কটিশ মিডল অর্ডার ব্যাটসম্যান ম্যাট মাচান নিউজিল্যান্ডের বিপক্ষে হাফ সেঞ্চুরি করে বেশ ফুরফুরে মেজাজেই আছেন।

অন্যদিকে, ইংল্যান্ডের ব্যাটিং অর্ডার নিয়ে দুশ্চিন্তাতো আছেই। অন্যদিকে আগের ম্যাচে কিউই অধিনায়ক  ব্র্যান্ডন ম্যাককালাম ইংলিশ বোলারদের তুলোধুনো করে তাদের আত্মবিশ্বাসের  ভীত নাড়িয়ে দিয়েছেন। সম্ভাব্য একাদশ ইংল্যান্ড: মঈণ আলী, ইয়ান বেল, অ্যালেক্স হ্যালস, জো রুট, ইয়োন মর্গান, জেমস টেইলর, জোস বাটলার, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসন। সম্ভাব্য একাদশ স্কটল্যান্ড : কেইল কোয়ের্টজার, ক্যালম ম্যাকলউড, হামিশ গার্ডিনার, প্রেস্টন মমসেন, ম্যাট মাচান, রিচি বেরিংটন, ম্যাথু ক্রস, জস ডেভি, রব টেইলর, মাজিদ হক, ইয়ান ওয়ার্ডল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *