কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় উপজেলা নিবার্হী কর্মকর্তাসহ আহত ২
1 min read
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় উপজেলা নিবার্হী কর্মকর্তাসহ আহত ২

নিবার্হী কর্মকর্তাসহ আহত ২
ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মানোয়ার হোসেন মোল্লা (৩৫)ও তার গাড়ির চালক মিজানুর রহমান (৪৫) আহত হয়েছেন। মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার বারবাজার নামক স্থানে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। গরুতর আহত অবস্থায় চালক মিজানুরকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে ব্যক্তিগত কাজ শেষে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মানোয়ার হোসেন মোল্লা যশোর থেকে কালীগঞ্জে ফিরছিলেন। পথে তাদের জিব গাড়িটি বারবাজার এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সাথে ধাক্কা খায়। এতে ইউএনও ও তার চালক আহত হয়। এ সময় স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইউএনও সাবেবের অবস্থা গরুতর না হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তার গাড়ির চালককে গরুতর আহত অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।