কেন্দ্রীয় কমিটিতে পারভিন জামান কল্পনা
কেন্দ্রীয় কমিটিতে পারভিন জামান কল্পনা

কেন্দ্রীয় কমিটির সদস্য পারভিন জামান কল্পনার পিতা ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন সভাপতিদের অন্যতম আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষক নেতা অধ্যক্ষ কামরুজ্জামান।
বঙ্গবন্ধুর আজীবনের ঘনিস্ট সহচর কামরুজ্জামান ছিলেন গণপরিষদ ও প্রথম জাতীয় সংসদের সদস্য ।বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি হিসেবে তিনি দেশ ও আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষকদের নেতৃত্ব দিয়েছেন ।
মৃত্যুর আগপর্যন্ত আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব পালন করে যাওয়া ত্যাগী এই নেতা একজন নিবেদিতপ্রাণ সংগঠক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর সুযোগ্য কন্যা শেখ হাসিনার সাথে দলের জন্য কাজ করার বিরল সৌভাগ্য অর্জন করেছিলেন ।
বাবার পথ অনুসরণ করে কেন্দ্রীয় কমিটিতে নিরলসভাবে কাজ করে চলেছেন। নিয়মিত দলীয় কার্যালয়ে বসা সহ বিভিন্ন জেলা উপজেলায় সাংগঠনিক কাজে নিরলসভাবে সময় দিয়ে যাচ্ছেন