ঝিনাইদহ সদর থেকে দুই মাদক ব্যবসায়ী আটক
ঝিনাইদহ সদর থেকে দুই মাদক ব্যবসায়ী আটক

ঝিনাইদহ সদর হামদহ খন্দকার পাড়া থেকে মাদকদ্রব্য, নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। আটককৃতরা হলেন- বাজারপাড়ার বাঘাজতিন সড়কের মৃত রহমত বক্স হাওলাদারের ছেলে কাইয়ুম (৩৫) ও আরাপপুর এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে মো: রাজু (২৫)। বুধবার রাতে তাদের আটক করা হয়।
ঝিনাইদহ র্যাব-৬ এর কোম্পানী কমান্ডার মেজর মনির আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঐ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩৯ বোতল ফেনসিডিল ও নগদ ৩৬ হাজার ৭শ’ ৫০টাকা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মাশলা করে সদর থানায় সোপর্দ করা হয়েছে।