ঝিনাইদহ গান্না ইউনিয়নে জ্রপাতে এক স্কুলছাত্রীর মৃত্যু
ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের মাধবপুর গ্রামে বজ্রপাতে শারমিন আক্তার (১৪) এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল এ দুর্ঘটনা ঘটে। শারমিন ওই গ্রামের গোলাম মোস্তফার মেয়ে ও গান্না বাজার ছবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। প্রতিবেশী গৌতম কুমার জানান, বিকেলে বৃষ্টির মধ্যে বাড়ির গোয়াল ঘরে দাঁড়িয়ে ছিল শারমিন। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সে সময় গোয়াল ঘরে থাকা আরও দু’টি গরুর মৃত্যু হয় বলে জানান তিনি।
