ঝিনাইদহ ফজর আলী গার্লস স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ
ঝিনাইদহ ফজর আলী গার্লস স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ

ঝিনাইদহ ফজর আলী গার্লস স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ করা হয়েছে।
সোমবার বিকেলে এ উপলক্ষে স্কুল প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
প্রতিষ্ঠান অধ্যক্ষ জয়া রানী চন্দ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোকছেদুল ইসলাম, সদর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসলাম হোসেন, বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ বিশ্বাস।
অনুষ্ঠানে আলোচনা সভা শেষে ৩৬ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথি কনক কান্তি দাস তার বক্তব্যে বলেন, বর্তমানে বাংলাদেশে নারী প্রধান সরকারের আমলে সর্বক্ষেত্রে নারীদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে।