ঝিনাইদহ শৈলকুপায় তিনটি হাত বোমাসহ এক সন্ত্রাসী আটক
ঝিনাইদহ শৈলকুপায় তিনটি হাত বোমাসহ সোহেল আহম্মেদ (২৬) নামের এক সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। রোববার দিনহত রাতে ইপজেলার রয়েড়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক কৃত ব্যক্তি শৈলকুপা উপজেলার হুদামাইলমারী গ্রামের বাসিন্দা। শৈলকুপা থানার ভার প্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তরিকুল ইসলাম জানান, গোপন সংবাদের বিত্তিতে রাতে রয়েড়া বাজাওে অবিযান চালানো হয়্ এসমায় তিনটি হাত বোমাসহ সোহেরকে আটক করা হয় ।