ঝিনাইদহ জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা
ঝিনাইদহ জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা

তরুণ নেতৃত্বকে প্রাধান্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঝিনাইদহ জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় সংসদ। মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে এ তথ্য জানানো হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মামুন অর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান এ কমিটির অনুমোদন দেন।
৮ সদস্যের নতুন কমিটিতে সৌমেনুজ্জামান সৌমেন সভাপতি, মুশফিকুর রহমান মানিক সাধারণ সম্পাদক ও সাইদুর রহমান শাহেদ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। কমিটির অন্য নেতারা হলেন- সিনিয়র সহ-সভাপতি মিরাজুল ইসলাম মিরাজ , সহ-সভাপতি শাহিন মুন্সী ও মেহেদী হাসান, যুগ্ম সম্পাদক মাহাবুব আলম মিলু ও বাবলুর রহমান।
নবনির্বাচিত এই কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে জেলা সংসদের অধীনস্থ সকল ইউনিট কমিটি গঠনেরও নির্দেশ দেওয়া হয়েছে।