বাল্য বিবাহ দেওয়ায় জামাই-শ্বশুরসহ ৫ জনের কারাদন্ড
অপ্রাপ্ত বয়সের মেয়েকে বিয়ে দেওয়ার জন্য বাবার আবেদন

ঝিনাইদহের মহেশপুরে শিলা খাতুন (১৪) নামের নবম শ্রেণির এক মেয়েকে বিয়ে দেওয়ার অপরাধে জামাই ও শ্বশুরসহ ৫জনকে কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার দুপুর তিনটার দিকে মহেশপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) চৌধুরী রওশন ইসলামের ভ্রাম্যমান আলাদত বর জাহিদ হাসান শাহাবির, তার বড় ভাই তাহাবির বিশ্বাস, ভগ্নিপতি হাফিজুর রহমান ও মেয়ের বাবা মন্টু মিয়াকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড এবং মেয়ের চাচি কোহিনুর বেগমকে ১০ দিনের কারাদন্ড প্রদান করে।
উপজেলার হাবাসপুর মাধ্যমিক বিদ্যালয়য়ের প্রধান শিক্ষক ইব্রাহিম হোসেন জানান, শিলা আমার স্কুলের উপবৃত্তিভুক্ত নিয়মিত ছাত্রী। তাকে বিয়ে দেয়ার অপরাধ আদালত জড়িতদের কারাদন্ড প্রদান করেছে।
মহেশপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) চৗধুরী রওশন ইসলাম জানান, উপজেলার কালুহুদা গ্রামের মন্টু মিয়ার মেয়ে শিলা খাতুনকে শনিবার যশোর ঝিকরগাছা উপজেলার গদখালী গ্রামের আব্দারবিশ্বাসের ছেলে জাহিদ হাসানের সাথে বিয়ের আয়োজন করে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছে বিয়ে বন্ধ করে দেওয়া হয়। এসময় বাল্য বিয়ে দেওয়ার অপরাধে বর, বরের ভাই ও ভগ্নিপতি ও মেয়ের বাবা এক মাস এবং মেয়ের চাচিকে ১০ দিনের কারাদন্ড প্রদান করা হয়েছে।
তারেক মাহমুদ