কালীগঞ্জ বারোবাজার ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা
1 min read

ঝিনাইদহের কালীগঞ্জে বারোবাজার ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মিন্টু মিয়াকে (৪৫) গলা কেটে হত্যা করেছে দুবৃত্তরা। শনিবার বিকালে কালীগঞ্জ উপজেলার সুবর্ণসরা গ্রামের মাঠে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত মিন্টু মিয়া ওই গ্রামের আতিয়ার রহমানের ছেলে। । কালীগঞ্জের বারোবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম জানান নিহত মিন্টু যুবদলের নেতা ছিলেন।
কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেনর জানান, মিন্টু মিয়া সুবর্নসরা গ্রামের মাঠে এক পুকুরে মাছ চাষ করতেন। শনিবার বিকালে তিনি ওই পুকুরে ছিলেন। বিকালের দিকে ৭/৮ জন দুর্বৃত্ত তার মাছের খামারে হানা দেয়। সেসময় দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁ নিহতের লাশ উদ্ধার করে। পুর্ব শত্র“তার জের ধরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। নিহত ব্যক্তি বারোবাজার ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন বলে তিনি জানান ।
বাংলাদেশ থেকে এসব কবে থামবে জানিনা ।তবে এসব বন্ধ করা উচিত ।