Fri. Oct 11th, 2024

ঝিনাইদহ নিউজ

সবার আগে সর্বশেষ

গুগল প্লে স্টোরে ‘বিজয় বর্ণমালা ও আলফাবেট’ ফ্রি

1 min read
গুগল প্লে স্টোরে ‘বিজয় বর্ণমালা ও আলফাবেট’ ফ্রি

গুগল প্লে স্টোরে ‘বিজয় বর্ণমালা ও আলফাবেট’ ফ্রি

গুগল প্লে স্টোরে ‘বিজয় বর্ণমালা ও আলফাবেট’ ফ্রি
গুগল প্লে স্টোরে ‘বিজয় বর্ণমালা ও আলফাবেট’ ফ্রি

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য গুগল প্লে স্টোরে আরো দুটি অ্যাপ উন্মুক্ত করেছে বিজয়। এ দিয়ে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ‘বিজয় কীবোর্ড, বিজয় বর্ণমালা এবং বিজয় আলফাবেট নামের মোট তিনটি অ্যাপ ফ্রি উপভোগ করতে পারবে।

গত ১৯ ফেব্রুয়ারি ‘বিজয় কীবোর্ড’ প্রথম আপলোড করা হয়। এর মাধ্যমে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে বিজয় কীবোর্ড অনুসরণ করে ইউনিকোড পদ্ধতিতে বাংলা লেখা যায়।

প্রাতিষ্ঠানিক সুত্র মতে, আগে যেহেতু বিজয়-এর বিকৃত ও পাইরেটেড বিজয় কীবোর্ড ইন্টারনেটে ছিলো। যে কারণে ডেস্কটপ পিসির বিজয় কীবোর্ড লে আউট অনুসারে বাংলা লেখার জন্য এটি একক ও অনন্য অ্যাপ।

এর ফলে উইন্ডোজ, ম্যাক, লিনাক্স ও অ্যান্ড্রয়েডে একই বিজয় কীবোর্ড লেআউট ব্যবহার করা সম্ভব হলো।

গত ২৬ ফেব্রুোরি পর্যন্ত অ্যাপটির ডাউনলোড ৪ হাজার অতিক্রম করেছে। এই সফলতা মূলত বিশ্বজুড়ে বাংলা ভাষাভাষীদের কাছে বিজয়ের ব্যাপক জনপ্রিয়তাই প্রমাণ করে বলে মনে করছে বিজয় বাংলা।

“বিজয় বর্ণমালা” ও “বিজয় আলফাবেট” এ দুটি অ্যাপ ব্যবহারকারীরা ফ্রি ডাউনলোড করতে পারবে। “বিজয় বর্ণমালা” শিশুদের বাংলা বর্ণমালা শেখার জন্য এবং “বিজয় আলফাবেট” শিশুদের ইংরেজি বর্ণমালা শেখার জন্য প্রস্তুত করা হয়েছে।

ইন্টারঅ্যাকটিভ এই দুটি অ্যাপ বিজয় শিশুশিক্ষার অংশ বিশেষ।

সুত্র মতে, এ মাসে প্লেস্টোরে শিশুদের জন্য আরও কিছু অ্যাপ আপলোড করা হবে। একই সাথে অন্যান্য অ্যাপ আপডেট করা হবে।

আগ্রহীরা নিচের লিংকের মাধ্যমে অ্যাপগুলো সংগ্রহ করতে পারবেন।

বিজয় কীবোর্ড- https://play.google.com/store/apps/details?id=bijoy.keyboard
বিজয় বর্ণমালা-https://play.google.com/store/apps/details?id=air.BijoyBornomala&hl=en
বিজয় আলফাবেট -https://play.google.com/store/apps/details?id=air.BijoyAlphabet&hl=en

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *