Tue. Sep 17th, 2024

ঝিনাইদহ নিউজ

সবার আগে সর্বশেষ

জন্মদিনে গাছের চারা উপহার দিলেন সৌন্দর্য বিষয়ক লেখক অনিমিথ

1 min read

বিউটি এক্সপার্ট অ্যাওয়ার্ড” প্রাপ্ত দেশের স্বনামধন্য রূপ বিশেষজ্ঞ ও সৌন্দর্য বিষয়ক লেখক মোঃ এ. কে. এস অনিমিথ – এর জন্মদিনে। সাধারণ মাণুেষর মাঝে গাছের চারা উপহার দিলেন।

শনিবার বিকালে ঝিনাইদহ শহীদ মিনার চত্বরে অনিমিথ এর প্রতিনিধি হিসাবে “হেব্বী গ্রুপ ” পরিবার একশত মানুষের হাতে গাছের চারা তুলে দেন

জানা গেছে, অনিমিথ ২০১০ সাল থেকে বিভিন্ন জেলায় তার জন্মদিন উপলক্ষ্যে বৃক্ষ বিতরণ করে থাকেন। সেই বিতরণের সংগী হিসেবে গতবারের মত এইবারও “হেব্বী গ্রুপ ” পরিবার সাথে ছিল ঝিনাইদের প্রতিনিধি হিসেবে। বিভিন্ন ফল,ফুল ও ঔষুধি গাছের ১০০ টি চারা যথাক্রমে আমলকি, বহেরা, হরিতকি,অর্জুন, জলপাই, পলি পেয়ারা,কাঁঠাল,আমড়া,নিম,চালতা,লেবু,বকুল ফুল গাছ, বক ফুলগাছ, মেহেদী, আকাশ মণি, গামারী, ডেয়ো, কদবেল,মেওয়া,পেঁপে, বেদানা ইত্যাদি চারা শহীদ মিনার, মুজীব চত্বরে বিতরণ করা হয়েছে।

এ.কে.এস অনিমিথ জানান, খুব শিঘ্রই ঝিনাইদহের সকল ধরণের ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে ১ হাজার ফলজ ও ঔষুধি বৃক্ষ রোপন শুরু করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *