Wed. Apr 24th, 2024

ঝিনাইদহ নিউজ

সবার আগে সর্বশেষ

ঝিনাইদহের অংকুর নাট্য একাডেমীর সংবাদ সম্মেলন

1 min read

দুই বাংলার সাংস্কৃতিক বিনিময়, সম্প্রীতির মেল বন্ধন উপলক্ষ্যে এই প্রথম ঝিনাইদহ জেলার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন অংকুর নাট্য একাডেমী আগামী ২০ অক্টোবর ভারতের উদ্দেশ্যে রওনা হবে। এ উপলক্ষ্যে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটি। বুধবার দুপুরে সংগঠনটির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় এসময় অংকুর নাট্য একাডেমীর সভাপতি মোসলেম উদ্দিন, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াসসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
ভারতের পশ্চিমবঙ্গের আমন্ত্রনে সংগঠনের ২০ সদস্যদের প্রতিনিধি দল বর্ধমান, বীরভূম, শান্তিনিকেতন, হাওড়া ও কলকাতায় নাটক ‘সুন্দর’ এর ৫ টি প্রদর্শনী করার জন্য আগামী ২০ অক্টোবর দলটি ভারতে যাবে। নাটক শেষে আগামী ২৮ অক্টোবর দলটি দেশে ফিরবে। নাটকটি রচনা করেছেন মোহিত চট্টোপাধ্যায়, নির্দেশনায় রয়েছেন সৌরত চট্টোপাধ্যায় এবং প্রযোজনা করেছে অংকুর নাট্য একাডেমীরসাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *