July 6, 2025

ঝিনাইদহ নিউজ

সবার আগে সর্বশেষ…!

ঝিনাইদহে অস্ত্রসহ ২ডাকাত সদস্য আটক

ঝিনাইদহে অস্ত্রসহ ২ডাকাত সদস্য আটক

ঝিনাইদহে অস্ত্রসহ ২ডাকাত সদস্য আটক
ঝিনাইদহে অস্ত্রসহ ২ডাকাত সদস্য আটক

ঝিনাইদহ সদর উপজেলার নারিকেলবাড়ীয়া বাজার এলাকা থেকে বিদেশি বন্দুক ও গুলিসহ দুই ডাকাত সদস্যকে আটক করেছে ঝিনাইদহ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৬ এর সিপিসি-২ এর একটি দল। বুধবার ভোরে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- উপজেলার মুনুড়ীয়া গ্রামের নিরঞ্জ বিশ্বাসের ছেলে বিবেক আনন্দ বিশ্বাস (৩৬) ও কুশাবাড়ীয়া গ্রামের মোন্তাজ মোল্লার ছেলে মোশাররফ হোসেন মোল্লা (৩০)
ঝিনাইদহ র‌্যাব-৬ এর সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর মনির আহমেদ জানান, নারিকেলবাড়ীয়া বাজারে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে গেলেও ওই দু’জনকে আটক করতে সক্ষম হয় র‌্যাব। পরে ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। আটক দু’জনের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানায় র‌্যাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *