ঝিনাইদহে রোপা আমনে লক্ষ্যমাত্রা অর্জন

ঝিনাইদহে রোপা আমনে লক্ষ্যমাত্রা অর্জন

ঝিনাইদহের ছয় উপজেলায় (শৈলকুপা, হরিণাকুন্ড, মহেশপুর, কোটচাঁদপুর, কালীগঞ্জ ও সদরে) এবার রোপা আমন লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদিত হয়েছে। এর কারণ হিসেবে বিগত বছরে ধানের দাম বৃদ্ধির পর চাষীরা নতুন করে ধান চাষে ঝুঁকছে বলে ধারণা করা হচ্ছে।
সদর উপজেলার চুটলিয়া গ্রামের কৃষক টিটু মিয়া জানান, ধানের দাম কয়েক বছর ধরে পড়ে যাওয়ায় লোকসান হচ্ছিল। নতুন বোরো ধান উঠার পর মোটা ধানের দাম পড়ে প্রতি মণ সাড়ে ৫০০ টাকা, মাঝারি সরু ধান বিআর-২৮ সাড়ে ৬০০ থেকে ৭০০ টাকা এবং চিকন ধান সাড়ে ৮০০ টাকা মণ দরে বিক্রি হচ্ছিল। এখন দাম বেড়ে মোটা ধানই সাড়ে ৮০০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে। চিকন ধানের দাম বেড়ে প্রতি মণ এক হাজার টাকা পর্যন্ত হয়েছে।

আরেক কৃষক জানান, দাম এ রকম থাকলে ধান চাষে আবার লাভ হবে। এজন্য ধান চাষ বাড়ানো হয়েছে। এখন পর্যন্ত ধানের অবস্থা ভালো। পোকা-মাকড়ের আক্রমণের খবর খুব একটা পাওয়া যায়নি। এ বছর বৃষ্টিপাত বেশি হওয়ায় ধানের খরচ তুলনামূলক কম হবে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে ঝিনাইদহ জেলায় ৯৬ হাজার ৯০১ হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা ছিল। আর চাষ হয়েছে ৯৮ হাজার ৬৫০ হেক্টরে।