ঝিনাইদহে শহীদ মিনারে পুষ্প মাল্য অর্পণের মধ্য দিয়ে পালিত হচ্ছে অমর একুশে ফেব্রুয়ারী

ঝিনাইদহে শহীদ মিনারে পুষ্প মাল্য অর্পণের মধ্য দিয়ে পালিত হচ্ছে অমর একুশে ফেব্রুয়ারী

মধ্য দিয়ে পালিত হচ্ছে অমর একুশে ফেব্রুয়ারী
ঝিনাইদহে শহীদ মিনারে পুষ্প মাল্য অর্পণের মধ্য দিয়ে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা আর ভালবাসায় পালিত হচ্ছে অমর একুশে ফেব্রুয়ারী। একুশের প্রথম প্রহরে রাত ১২ টা ১ মিনিটে জেলা শহরের পৌর পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের জন্য নামে মানুষের ঢল। ভাষা শহীদদের স্মরণে প্রথমে পুষ্প মাল্য অর্পণ করেন জেলা প্রশাসক শফিকুল ইসলাম। এরপর একে একে পুলিশ সুপার আলতাফ হোসেন, সিভিল সার্জন অফিস, জেলা আওয়ামীলীগ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, সরকারী কেসি কলেজ, ঝিনাইদহ প্রেস ক্লাব, কৃষিবিদ ইনস্টিটিউট সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন। ফুলে ফুলে ভরে যায় শহীদ বেদী।