Thu. Oct 10th, 2024

ঝিনাইদহ নিউজ

সবার আগে সর্বশেষ

পুলিশ হত্যা মামলায় ৩৮৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

1 min read
পুলিশ হত্যা মামলায় ৩৮৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

পুলিশ হত্যা মামলায় ৩৮৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

পুলিশ হত্যা মামলায় ৩৮৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন
পুলিশ হত্যা মামলায় ৩৮৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পুলিশ সদস্য ওমর ফারুক হত্যা মামলায় ৩৮৪ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।

বুধবার বিকেলে ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নবাবুর রহমান এ অভিযোগ গঠন করেন।

আদালতে উপস্থিত থাকা আসামিরা এসময় নিজেদের নির্দোষ দাবি করে বিচার প্রার্থনা করেন। আগামী ২৭ নভেম্বর মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষীর জন্য দিন ধার্য করা হয়েছে।

উলে­খ্য, জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের বিরুদ্ধে ৪৮ ঘণ্টা হরতালের প্রথম দিনে হরিণাকুণ্ডু উপজেলা চত্বরে মিছিল বের করে জামায়াত-শিবির ও বিএনপিসহ সমমনা দলগুলো।

২০১৩ সালের ৩ মার্চ সকাল সাড়ে ১১টার দিকে হরিণাকুণ্ডু উপজেলা চত্বরে কর্তব্যরত কনস্টেবল জিএম ওমর ফারুককে কুপিয়ে ও পিটিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়।

এই ঘটনায় হরিণাকুণ্ডু থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আমিনুল ইসলাম বাদী হয়ে তৎকালীন উপজেলা চেয়ারম্যান মো. মোতাহার হোসেনসহ ২২০ জনের নাম উল্লেখ করে এবং আরো অজ্ঞাতনামা ছয় হাজার লোকের নামে হরিণাকুণ্ডু থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে ওসি মহিবুল ইসলাম মামলাটি তদন্তপূর্বক ৩৮৪ জনকে আসামি করে চার্জশিট দাখিল করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *