মহেশপুরের লেবুতলা সীমান্তে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাংলাদেশীর মৃত্যু
1 min read
বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত
ঝিনাইদহের মহেশপুর উপজেলার লেবুতলা সীমান্তে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রেজাউল ইসলাম নামের এক বাংলাদেশীর মৃত্যু হয়েছে।
আজ সকালে পরিবারের লোকজন সীমান্ত থেকে তার লাশ উদ্ধার করে বাড়ীতে নিয়ে আসে।
বিজিবি ২৬ ব্যাটালিয়ানের পরিচালক লে: কর্ণেল জাহাঙ্গীর হোসেন জানান, রাত ১১ টার দিকে ভারতে যাওয়ার জন্য বাড়ী থেকে বের হয় রেজাউল ইসলাম।
সকালে সীমান্তে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এমন খবর পেয়ে পরিবারের লোকজন তার লাশ উদ্ধার করেছে।
তবে কি কারণে রেজাউল ইসলাম ভারত সীমান্তে গিয়েছিল তা জানাতে পারেনি বিজিবি কর্মকর্তা।
রেজাউল ইসলাম মহেশপুর উপজেলার লেবুতলা গ্রামের মনছুর আলীর ছেলে।