Sun. Sep 15th, 2024

ঝিনাইদহ নিউজ

সবার আগে সর্বশেষ

মুকতার মালা

1 min read
মুকতার মালা

অবিনাশী গান আর অঝর কবিতার ছন্দে গেঁথেছি মুকতার মালা।
কখনো সেই মালাটি আমাকে কাঁদায় সারা বেলা।
মনের অজান্তে মালাটি আমি
গেঁথেছি তোমার জন্য।
তবুও কেনো মালাটি আমাকে।
আড়াল করে রাখে।
আড়াল থাকা মালাটি যদি কখন কাছে পাই।
রাখবো তাকে গলায় জড়িয়ে।
ভালোবাসার মোহোনায়।
শিশির বিনদুর মত।
যদি মালাটি ঝরে যাই
অসহায় আমি থাকবো একা।
সুরভী বসুন্ধারায় মত
জানি ঝরা শিশির বিনদু।
শুখিয়ে যাই বায়ু অথবা রোদ্র।
খতি কি তাতে আমি ও যদি ঝরা শিশির মত শুখিয়ে যাই
মুকতার জন্য

লেখক:প্রিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *