ঝিনাইদহ শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা নাট্য সমন্বয় পরিষদের উদ্যোগে ৩দিন ব্যাপি নাট্য উৎসব
1 min read
শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা নাট্য সমন্বয় পরিষদের উদ্যোগে ৩দিন ব্যাপি নাট্য উৎসব (ছবিঃ প্রতীকি)

“পথ মোদের সংগ্রাম-রবো অবিচল অবিরাম” এই স্লোগানকে সামনে রেখে মর্নিংবেল চিল্ড্রেন একাডেমী ও নূর টেলিকমের যৌথ সহযোগিতায় ২৬, ২৭ ও ২৮ ফেব্রুয়ারি শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা নাট্য সমন্বয় পরিষদের উদ্যোগে ৩দিন ব্যাপি নাট্য উৎসবের আয়োজন করা হয়েছে। ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা ৬.৩০টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক জনাব মো: শফিকুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিহঙ্গের পরিবেশনায় “বদু রাজা চদু মন্ত্রী”, ঝিনেদা থিয়েটারের পরিবেশনায় “লোকটা কে”
এবং ঝিনাইদহ শিশু কিশোর নাট্যদলের পরিবেশনায় “দীপ্তশিখা” নাটকটি পরিবেশতি হবে।