সকল গুপহত্যার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন
1 min read
সকল গুপহত্যার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন
ঝিনাইদহসহ দেশব্যাপী সকল গুপ্তহত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধোন ও বিক্ষোভ কর্মসূচী পালিত হয়েছে।
আজ বুধবার সকালে শহরের পোষ্ট অফিস মোড়ে জেলা মানবাধিকার ফোরাম ও অধিকার মঞ্চ এ কর্মসূচীর আয়োজন করে। ঘন্টাব্যাপী এই মানবন্ধনে জেলা মানবাধিকার নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।
মানব বন্ধনে বক্তারা বলেন, ঝিনাইদহ সহ দেশব্যাপী যে গুপ্তহত্যার ঘটনা ঘটছে তার জন্য দেশে অস্থিরতা সৃষ্টি হচ্ছে এবং সাধারণ মানুষের মাঝে আতংক বিরাজ করছে। অবিলম্বে এ গুপ্তহত্যা বন্ধ ও এর সাথে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক বিচার দাবী করেন তারা।