Fri. Sep 13th, 2024

ঝিনাইদহ নিউজ

সবার আগে সর্বশেষ

সতর্ক বার্তা পৌছে দেয়া হয়েছে ধেঁয়ে আসা ঘুর্ণিঝড় ফণি মোকাবেলায় ঝিনাইদহ জেলা প্রশাসনের প্রস্তুতি

1 min read

 

ঝিনাইদহ নিউজ ডেস্ক:: ধেঁয়ে আসা ঘুর্ণিঝড় ফণি মোকাবেলায় ঝিনাইদহ জেলা প্রশাসনের প্রস্তুতি শুরু হয়েছে। সতর্ক বার্তা পৌছে দেয়া হয়েছে কোটচাঁদপুরে ।
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ফণি’ শুক্রবার ভারতের বাহরামপুর-ভুবেনশ্বর উপকূলে আঘাত হানার পর শনিবার বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করবে। বাংলাদেশে মূলত ঝিনাইদহের কোটচাঁদপুর থাকবে ফণি’র কেন্দ্র।
ঝিনাইদহের জেলা প্রশাসক সরোজ কুমার নাথ জানিয়েছেন, ইতিমধ্যে সতর্ক বার্তা পৌছে দেয়া হয়েছে কোটচাঁদপুর উপজেলাতে । সেখানকার জনপ্রতিনিধিদের বিশেষ করে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মেম্বারদের বিষয়টি অবগত করা হয়েছে। ঝিনাইদহ অঞ্চল যেহেতু উপূলীয় এলাকা নয় তাই এখানে কোন আশ্রয়কেন্দ্র নেই বা খোলা হয়নি। জলোচ্ছাস হওয়ার আশংকা নেই তবে ঝড় মোকাবেলার প্রস্তুতি নেয়া হচ্ছে । জেলা প্রশাসক আরো জানিয়েছেন বৃহস্পতিবার জেলা প্রশাসনের উদ্যোগে কোটচাঁদপুরে মিটিং ডাকা হয়েছে । মিটিং থেকে ঘুর্ণিঝড় ফণি মোকাবেলার সর্বাত্মক প্রস্তুতি নেয়া হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *